
চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের( চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের মাঝে আগামীদিনের হীরা লুকায়িত আছে। সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরণের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের আরও এগিয়ে আসা উচিত। বিতর্ক প্রতিযোগিতা মেধার শাণিত করে। তর্ক-বিতর্কে বেরিয়ে আসে নতুন নতুন চিন্তাধারা যা বাস্তবজগতে প্রয়োগ করে সমৃদ্ধি সম্ভব।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) কতৃক আয়োজিত বিডিজবসডটকম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, সিইউডিএস এর এধরনের কার্যক্রম প্রশংসনীয়। এধরনের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বের হয়ে আসতে পারে নতুন নতুন সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থী।
বিডিজবসডটকম কে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, তারা যেন সঠিক চাকুরির খবরগুলো খুজে বের করে আনে। অনেক সময় পত্রিকায় বা অন্যান্য জায়গায় ভূয়া চাকুরির বিজ্ঞাপন দিয়ে মানুষদের হেনস্থ করা হয়। বিডিজবস ডটকম বা এধরনের মিডিয়াগুলো যাতে এধরনের ভূয়া বিজ্ঞাপন প্রত্যাহার করে।
এর আগে গত ১৩ই সেপ্টেম্বার শুক্রবার দুদিন ব্যাপি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সিইউডিএস। এতে ২১টি দলকে হারিয়ে আন্তঃবিভাগ বিতর্কের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন ইন্তিসার বিন ইসমাইল, কাজী তৌফিকা ইসলাম ও আব্দুল কাদের আকিব এর সমন্বয়ে গঠিত দর্শন বিভাগ।
সেরা বিতর্কিক নির্বাচিত হয়েছেন ইন্তিসার বিন ইসমাইল। বাংলা বিতর্কে রানার আপ হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।
ইংরেজি বিতর্কে ২০দলকে হারিয়ে আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন সাইদ বিন মহিউদ্দীন ও মুনেম শাহরিয়ার এর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং রানার আপ হয়েছে তাহমিনা আক্তার তামান্না ও ওয়াসিম আকরাম শান্ত এর সমন্বয়ে গঠিত ফিন্যান্স বিভাগ।
অনুষ্ঠানের শেষে উপাচার্য ও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অথিতিরা (বাংলা ও ইংরেজী)উভয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার আপ ও শ্রেষ্ঠ বিতর্কিকদের পুরস্কার ও মেডেল প্রদান করেন।
অন্যান্যদের মধ্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.ফরিদ উদ্দীন চৌধুরি এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন অনুষদের ডীন এবং সিইউডিএস এর এসোসিয়েট সেক্রেটারি প্রফেসর এবিএম আবু নোমান এবং বিডিজবসডটকম থেকে প্রকাশ রায় চৌধুরী।
