
ইসলামাবাদ: পাকিস্তানের উচ্চ আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে ‘মুক্ত’ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
হাইকোর্ট বুধবার এক রায়ে দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত প্রধানমন্ত্রীকে তার সাজা থেকে এই মুক্তি দেয়। আদালত একইসঙ্গে নওয়াজের মেয়ে মরিয়ম শরীফকেও মুক্তির আদেশ দিয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছে।
জিওটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, আদালত শরীফের ১০ বছর ও মরিয়মের সাত বছরের কারাদণ্ড মওকুফ করে দিয়েছে।
লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগ আনা হয় নওয়াজ শরীফ ও তার পরিবারের ওপর। এ দায়ে গত জুলাইয়ে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়।
অবশ্য নওয়াজ পরিবার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক হয়রানি বলে আসছে।
বিচারপতি আতহার মিনাল্লাহ বলেন, নওয়াজ শরীফের সম্পত্তি সম্পর্কে যথাযথ তথ্য দিতে ব্যর্থ হয়েছে আদালত। এমনকি, একই মামলায় মরিয়মের শাস্তির বিষয়টির যথার্থতাও প্রমাণ করা যায়নি।
প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে নওয়াজকে শুধু প্রধানমন্ত্রীর পদ থেকেই বরখাস্ত করা হয়নি, তাকে তার মুসলিম লিগ দলের প্রধান পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।
নির্বাচনের অযোগ্য হওয়ার পাশাপাশি তাদেরকে গত জুলাইয়ে তাদের জেলে যেতে হয়। পরে ওই নির্বাচনে সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই -ইনসাফের (পিটিআই) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।
