ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে রেললাইনে কাটা পড়ে মোঃ মেজবাহ আলম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকালে নগরীর ডবলমুরিং থানার পোস্তার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ মেজবাহ আলম ডবলমুরিং থানার মতিয়ারপুল কমার্স কলেজ রোডের ‘নির্জন ভবন’ নামের একটি বাড়ির বাসিন্দা জামশেদ আলমের ছেলে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি হিমাংশু কুমার রানা বলেন, বিকালে বন্ধুদের সঙ্গে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ক্রিকেট খেলতে যায় মেজবাহ। মাঠের বাইরে বল আসায় মেজবাহ রেললাইন থেকে বল নিতে যায়। এসময় কাদায় পা পিছলে রেল লাইনের ওপর পড়ে যায়। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে আসা শার্টন ট্রেনে কাটা পড়ে মেজবাহ মারা যায়।