চট্টগ্রাম : চট্টগ্রামে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন হতে যাচ্ছে শনিবার। সকাল এগারটায় নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠিত এই ল্যাব ভিডিও কনফারেন্স-এর মধ্যেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
এ ব্যাপারে পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীনসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনের কর্মসূচি থাকলেও শুধুমাত্র কাজেম আলী স্কুল এন্ড কলেজে ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ায় সরকার বিশেষ বরাদ্দে কোর আই সেভেন ল্যাপটপ সরবরাহ করেছে, যা চট্টগ্রাম বিভাগের অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই। উক্ত অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
