নৌকার বিকল্প নেই : গণপূর্ত মন্ত্রী

চট্টগ্রাম: দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নৌকা প্রতীক বিজয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তার দাবি,

শনিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বর্তমানে দেশের প্রায় ৬৫ লাখ মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন রকমের ভাতা দিয়ে আসছে। আগামী নির্বাচনে ক্ষমতায় এলে ভাতাভোগীদের সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে। যা অতীতে অন্য কোন সরকার চিন্তাও করতে পারেনি।

তিনি বলেন, অন্য কেউ ক্ষমতায় এলে কমিউনিটি ক্লিনিকের মতো লাখ লাখ লোকের এ ভাতাও বন্ধ করে দিবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে ভাতাভোগীদের নৌকায় ভোট দেয়ার ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

দেশের উন্নয়নে সরকার এক’শ বছরের পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে সমাবেশে মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লবের সভাপতিত্বে প্রদীপ চক্রবর্তীর সঞ্চলনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ারা ইউছুপ, সাধারণ সস্পাদক বাসন্তী প্রভা পালিত, মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।