চট্টগ্রাম : ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেইনার সনদ পেলেন রাঙ্গুনিয়া কৃতি সন্তান, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের প্রাক্তন নেতা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো মাহমুদুল হাসান বাদশা।
আন্তর্জাতিক সংস্থা ইউএসএইড এবং ইউকেএইড-এর তত্ত্বাবধানে ওয়াশিংটনভিত্তিক বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে ‘ট্রেনিং অব ট্রেইনার্স প্রোগ্রাম অন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট’, ‘ভোটার আউটরিচ অ্যান্ড পোলিং এজেন্টস’ সফলতার সাথে সম্পন্ন করায় বাদশাকে বাংলাদেশ আওয়ামী লীগ মাস্টার ট্রেইনার সনদ প্রদান করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হল রুমে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সম্মানজনক সনদ প্রদান করা হয়। বাংলাদেশের ৪০টি জেলার আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের ৪৩ জনকে প্রশিক্ষিত করে তাঁদেরকে এই সম্মানজনক সনদ প্রদান করে। মাস্টার ট্রেইনারদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি কেটি ক্রোক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এবং দেশের ৪০টি জেলা থেকে আগত আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যগণ।
সনদ প্রাপ্তির পর সংগঠনের মাস্টার ট্রেনার মাহমুদুল হাসান বাদশা একুশে পত্রিকার কাছে তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক অভিভাবক জননেতা ড. হাছান মাহমুদ এমপি আমাকে রাজনৈতিক বিষয়ক এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ প্রধান করায় সত্যিই আনন্দিত ও গর্বিত। আমি প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকেও ধন্যবাদ জানাই।
সত্যিকার অর্থ এই প্রশিক্ষণের মাধ্যমে আমি দলের জন্য কিছু করতে পারবো, ইতোমধ্যে আমি রাঙ্গুনিয়া উপজেলাসহ চট্টগ্রাম উত্তর জেলার বেশ কয়েকটি ইউনিটে রাজনৈতিক নেতৃত্ব, পোলিং এজেন্ট, ভোটার ক্যাম্পেইন ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছি। বাকি ইউনিটগুলোতেও প্রশিক্ষণের প্রক্রিয়া চলছে। এই প্রশিক্ষণের মাধ্যমে দলে সুদক্ষ নেতৃত্ব উঠে আসবে। বলেন মাহমুদুল হাসান বাদশা।
একুশে/এটি
