চট্টগ্রাম : আওয়ামী লীগের নির্বাচনী নৌকা ভাসতে ভাসতে জয়ের বন্দরে পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ফেনীতে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। যেভাবে জনস্রোত দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। অতীতের চেয়ে পাঁচগুন বেশি ভোট পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করবে।
এর আগে সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছাতে সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে আ’লীগ এর নির্বাচনী সফরের দলটি রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে এসে পৌঁছালে চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আওয়ামী লীগের সাংগঠনিক দলটিকে স্বাগত জানান।
সাংগঠনিক দলে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শনিবার সকাল সাড়ে ৮টায় এ সফর শুরু করে দলটি ঢাকা থেকে কুমিল্লা হয়ে ফেনীতে পথসভা করে দলটি।
এ টিমের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে/এটি
