
টানা দুই ম্যাচে হারের পর টস ভাগ্যকে পাশে পেলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন ব্যাটিং।
আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই ভারতের কাছে গুঁড়িয়ে যাওয়া। পরপর দুই দিন দুই ম্যাচের পারফরম্যান্স বাংলাদেশকে ঠেলে দিয়েছে খাদের কিনারায়। আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে পা হড়কালেই পতন। সেখান থেকে উঠে দাঁড়ানো নির্ভর করবে অনেক হিসাব-নিকাশের ওপর।
আফগানিস্তানের বিপক্ষে কার্যত বাঁচা-মরার ম্যাচের আগে সাকিব আল হাসান সুখস্মৃতির ছবিগুলোর দিকে তাকিয়ে। এর আগেও এমন পরিস্থিতিতে স্বাভাবিক ক্রিকেট খেলে ঘুরে দাঁড়ানোর স্মৃতি আছে বাংলাদেশ। সহ-অধিনায়ক সতীর্থদের কাছে চান পুনরাবৃত্তি।
বাংলাদেশ দলে রযেছেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।
