‘আ.লীগ আবারো ক্ষমতায় এলে মালয়েশিয়ার চেয়ে উন্নয়ন বেশি হবে’

কক্সবাজার: আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে মালয়েশিয়ার চেয়ে দেশে উন্নয়ন বেশি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ঈদগাহ হাই স্কুল মাঠে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম আমিন বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের গল্প শুনিয়ে জনগণ থেকে ভোট আদায় করতে হবে।
শেখ হাসিনার হাতের ছোঁয়ায় ৫৬ হাজার বর্গ মাইলের বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে পারলে দেশে মালয়েশিয়ার চেয়ে উন্নয়ন বেশি হবে বলেও মত দেন তিনি।

কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।