চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে চার শতাধিক হজযাত্রী নিয়ে এটি যাত্রা করে। বাংলাদেশ বিমানের নির্বাহী পরিচালক ড. মোঃ শফিকুর রহমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারি কমিশনার (ইমিগ্রেশন) পলাশ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক মোঃ সরওয়ার আলম জানান, এবার বাংলাদেশ বিমানের ১১টি ফ্লাইটে ১০ হাজার হজযাত্রী চট্টগ্রাম থেকে সরাসরি জেদ্দায় যাবেন। তবে যাত্রী থাকলে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হবে।
বাংলাদেশ বিমান সূত্র জানায়, ১২ আগস্ট শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা করে। এরপর ১৫ আগস্ট রাত ১১টা ৪৫ মিনিটে, ১৬ আগস্ট সন্ধ্যা ৬টা ৫ মিনিটে, ১৮ আগস্ট সকাল ৬টা ৩৫ মিনিটে, ১৯ আগস্ট সন্ধ্যা ৭টা ৫ মিনিটে, ২০ আগস্ট দুপুর ১টা ১৫ মিনিটে, ২০ আগস্ট রাত ১টা ৪৫ মিনিটে, ২২ আগস্ট রাত ৮টা ৫মিনিটে, ২৩আগস্ট সকাল সোয়া ৮টায়, ২৭ আগস্ট রাত পৌনে ১০টায় এবং ২৯ আগস্ট সকাল সোয়া ১০টায় হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।
