পুরো মন্ত্রণালয়কে দায়ী করিনি : মেয়র নাছির

Nasir-Uddinচট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমি পুরো মন্ত্রণালয়কে দায়ী করিনি। সরকারের ভাবমূর্তি হিসেবে যারা বিষয়টি আনছে, তারা উদ্দেশ্যমূলকভাবে এটা করেছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বারের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে গত বুধবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে মেয়র নাছির অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ ঘুষ দিতে রাজি না হওয়ায় কর্পোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। এই বক্তব্যের পক্ষে প্রমাণ দিতে গত বৃহস্পতিবার মেয়রকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে মেয়র নাছির বলেন, প্রমাণটা ভিন্ন বিষয়। আমি যেটা জবাব দেব, সেটা আমি দেব। করতে পারব কি পারব না, সেটা আমার বিষয়। এখানে প্যাঁচানোর কোনো সুযোগ নেই। একাডেমিক ডিসকাশন যখন করব, তখন অনেক ধরনের কথা আসবে। আমি তো কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে যাইনি। এটাকে টুইস্ট করলে চলবে না। আমি রাজনীতি করি। প্রকল্পকাজ কেন শেষ হয়নি, এ ধরনের প্রশ্নে আমাকে তো উত্তর দিতে হবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার থেকে সিটি করপোরেশনকে আবর্জনা সংগ্রহের জন্য ১০টি রিকশা ভ্যান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিটি মেয়র আ জ ম নাছির। এ সময় সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম ও সহসভাপতি সৈয়দ জামাল আহমেদসহ চেম্বার নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে চট্টগ্রাম চেম্বার আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঁচ হাজার পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। আর ঢাকা দক্ষিণে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন সাড়ে তিন হাজার। অথচ চট্টগ্রাম নগরীর আয়তন এই দুটির চেয়ে বেশি হলেও এখানে ১ হাজার ৭০০ পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। এ জন্য লোকবল নিয়োগের প্রয়োজন হলেও ৩০ বছর আগের জনবলকাঠামোতে চলছে এই সিটি করপোরেশন। এখন মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা যাবে। এটা হলে সরাসরি বাসা থেকে ময়লা–আবর্জনা সংগ্রহ করতে পারব।

আগামী ৩ বছরের মধ্যে দূর্গন্ধমূক্ত পরিবেশবান্ধব গ্রীন সিটি নির্মাণে সংকীর্ণতার উর্ধ্বে উঠে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন মেয়র নাছির।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকান্ডে চেম্বার সর্বদা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামকে একটি বিশ্বমানের বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে কর্পোরেশনের সাথে একাত্মতা প্রকাশের একটি প্রয়াস এই রিক্সা ভ্যান প্রদান।