চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পোস্তার পাড় এলাকায় পুকুর থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে মাসুদ সওদাগর বাড়ির পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল সালোয়ার-কামিজ। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
