রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২২ শর্তে জনসভা করার অনুমতি পেলো বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)শনিবার এই জনসভার অনুমতি দিয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে রোববার জনসভার অনুমতি পেতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন।
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, ‘আমরা লিখিত অনুমতি পেয়েছি। বরাবরের মত আমোদের শর্ত দেয়া হয়েছে। রোববার দুপুর ২টায় জনসভা শুরু হবে। আশা করি আমাদের সমাবেশ সফল হবে।’
এর আগে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সমাবেশের ব্যাপারে আমরা প্রস্তুত।
২৯ সেপ্টেম্বর সরকারি ছুটির দিনে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করা হলে সংঘাতের আশঙ্কায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। শনিবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীতে মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের কর্মী সমাবেশ হচ্ছে।
