চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আওতাধীন কলেজসমূহের উদ্যোগে মুরাদপুর মোড়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় কেক কেটে উদযাপন করা হয়েছে।
ন্যাশনাল পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রলীগ নেতা রিয়াতুল করিম রিয়াদের সভাপতিত্বে এবং নগর ছাত্রলীগ নেতা সায়েম তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নগর যুবলীগ নেতা আবুল বশর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মকসুদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আরিফ মঈনুদ্দিন, শাহাজাহান সেলিম, আইন কলেজের সাবেক ভিপি রায়হানুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন নগর ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন, ইরফানুল হক বাপ্পী, আনিসুর রহমান, মিজানুর রহমান, মিজানুর রহমান নয়ন, অনিক দে অন্তু, হাসমত উল্লাহ বাহাদুর, চ.বি ছাত্রলীগ নেতা বশিরউদ্দিন আহমেদ বিপুল, ইরফানুল রহমান, টেক্সটাইল কলেজ ছাত্রলীগ নেতা আদনানুর রশিদ আমিন, শফিউল আলম জুয়েল, ছাত্রলীগ নেতা আবু বক্কর, নাহিদ খান চৌধুরী, সাবরাজ হোসেন মিরাজ প্রমুখ।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি
