চবিতে পদার্থবিদ্যা বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের ঐতিহ্যের সাথে পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপনের আয়োজন করেছে বিভাগটি।

শুক্রবার বেলা এগারোটা থেকে দুইদিনব্যাপী এই আয়োজন শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত এ সুবর্ণ জয়ন্তীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অনুউপস্থিত ছিলেন।

বর্ণাঢ্যা এক র্যালীর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি বেলা এগারোটায় কেক কেটে উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড.দিল আফরোজ বেগম এবং সভাপতির বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.শিরীন আখতার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শফিউল আলম প্রমুখ।

এসময় প্রক্টর আলী আজগর চৌধুরী, সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এতদুর এগিয়ে আসার পেছনে পদার্থবিদ্যা বিভাগের ভূমিকা অনন্যা।
তারা গবেষণায় অবদান রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে।
আজকে তাদের এ মিলনমেলা যেন এক উজ্জ্বল তারকাদের মেলা।

উপাচার্য আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে।আমরা চাচ্ছি যতদূর সম্ভব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ মাদক ও দুর্ণীতি মুক্ত রাখতে।
আমরা ১০৩ টি গবেষণা প্রকল্পের প্রায় সমাপ্তির পথে। বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধানে আমরা বদ্ধ পরিকর।

উল্লেখ্য যে, ১৯৬৮ সালে মাত্র ১২জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হওয়া এই বিভাগের ৫০ বছর পূর্তি আগামী শুক্রবার।
প্রয়াত প্রফেসর ড.মো.শামসুল হক এর নেতৃত্বে এই বিভাগের যাত্রা হয়।
গৌরবময় যাত্রার অব্যাহত রেখে বরাবরের মতোই দেশের শিক্ষা ও গবেষণায় অবদান রেখে যাচ্ছে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বর্তমানে এ বিভাগে ৩২জন শিক্ষক, ৩০জন কর্মকর্তা-কর্মচারী এবং ৬২০জন শিক্ষার্থী রয়েছে।

৫টি অত্যাধুনিক মাল্টিমিডিয়াযুক্ত শ্রেণীক্ষসহ এ বিভাগে আরও রয়েছে ৫টি ল্যাব, ১টি স্বয়ংসম্পূর্ণ সেমিনার লাইব্রেরি, ১টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও গতিসম্পন্ন ওয়াই-ফাই সংযোগ।

এ বিভাগে প্রত্যেকবছর শিক্ষক-শিক্ষার্থীদের সাফল্যের উপর বৃত্তি ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত বৃত্তি ছাড়া শিক্ষা মন্ত্রনালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিভিন্ন জেলা পরিষদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, সেনা কল্যাণ সংস্থা, মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি, বঙ্গবন্ধু ছাত্র বৃত্তি, পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ প্রত্যেকবছর প্রায় ৫৯টিরও অধিক বৃত্তি প্রদান করে থাকেন।

এছাড়াও গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্য এ বিভাগের সাথে সম্পৃক্ত আছে পদার্থবিদ্যা সমিতি, চবি পদার্থবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চিটাগাং ইউনিভার্সিটি ফিজিক্স সোসাইটি, এবং ফিজিক্স ক্লাব নামে নতুন একটি সংগঠন।

এসব সংগঠনের মাধমে এ বিভাগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখছে।