‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে’

চবি : মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।

রোববার চবি সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘প্রমিটিং দ্যা ভেলুস অফ ডিভার্সিটি, পিস এন্ড টলারেন্স, এন্ড রেসিস্টিং ভায়োলেন্স এক্সট্রিমিজম’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চবি উপাচার্য বলেন, গণমাধ্যমে আমরা সঠিক তথ্যটি পেতাম এবং তা সহজে বিশ্বাসযোগ্য ছিল। কিন্তু সামাজিক মাধ্যম আসার পর থেকে গুজব রটিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার মত ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। রামুর ঘটনার দিকে তাকালে বিষয়টা স্পষ্ট। এর থেকে পরিত্রাণের জন্য আমাদের যুব সমাজকে সচেতন হতে হবে। এবং পরিচয় দিতে হবে সহনশীলতার।

উপাচার্য আরও বলেন, তরুণ সমাজের সুপ্ত প্রতিভা জাগাতে পারলে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব। মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

সেমিনারে প্রধান আলোচক প্রবীণ সাংবাদিক ও দৈনিক আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন বলেন, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি উপযুক্ত মানের হয়নি। অধিকাংশ শিক্ষার্থী যথাযথ শিক্ষা গ্রহণ করে না। মুখস্থ নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে আমাদের মুক্ত চিন্তার শিক্ষা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, শিক্ষায় বহুত্ববাদী চিন্তার প্রসারই সহনশীল রাষ্ট্র গঠনের নিয়ামক। আমি তরুণদের নিয়ে খুবই ইতিবাচক। বিশ্বজুড়ে একটি নতুন রাজনৈতিক কালান্তরের যুগ চলছে, জ্ঞানের নতুন যাত্রার সূচনা হয়েছে। এই নতুন যুগে যদি ছাত্ররা নতুন রাজনীতির সূচনা করতে পারে তবে বদলে দিতে পারে পুরো দেশকে।

তিনি আরও বলেন, পশ্চিমাদের চাকচিক্যে মোহবিষ্ট না হয়ে নিজেদের যোগ্যতাকে আরও শাণিত করতে হবে। সমাজে তরুণ-তরুণীদের রেনেসাঁসের চর্চা থাকতে হবে। রেনেসাঁস চর্চায় পারে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আলমের সঞ্চালনায় এবং ফেরদৌস আহমদ ব্যবস্থাপক বাংলাদেশ নারী প্রগতি সংঘ, চট্টগ্রাম কার্যালয়ের ব্যবস্থাপক ফেরদৌস আহামদ এর সভাপতিত্বে সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম আবু নোমান ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মহিবুল আজিজ, বিএনপিএস’র কেন্দ্রীয় কার্যালয়ের কো-অর্ডিনেটর সঞ্জয় মজুমদার প্রমুখ আলোচনায় অংশ নেন।