চট্টগ্রাম : নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষ্যে বন্দর নগরীতে ছিল শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজন। এসব অনুষ্ঠানের আয়োজন করে প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখা।
নগরীর মোহরায় ‘প্রবীণ হিতৈষী সংঘ’তে বসে প্রবীণদের মিলনমেলা। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রবীণ ছাড়াও নানা বয়সের সাধারণ জনগণ, এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন চক্ষু হাসপাতালের চেয়ারম্যান লায়ন নাজমুল হক চৌধুরী।
প্রবীণ হিতৈষী সংঘের সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জোবায়রা নার্গিস খানের সভাপতিত্বে এবং ইব্রাহিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের।
বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম কাদেরী, সহ সভাপতি মতিলাল দেওয়ানজী, সহ-সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ শফি কাদেরী প্রমুখ।
প্রবীণদের যথাযথ সম্মান প্রদর্শন, বৃদ্ধ বয়সে প্রবীণদের সেবা-শুশ্রুষা প্রদান করা, তাদের প্রতি বৈষম্য দূর করার পাশাপাশি সামাজিক বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান বক্তারা।
পরে পরিবারে প্রবীণদের সেবায় বিশেষ অবদানের জন্য সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম কাদেরীকে মমতাময় এবং বোয়ালখালীর আমেনা বেগমকে মমতাময়ী পুরস্কার প্রদান করা হয়।
এলাকার ৫ জন নবতিপর প্রবীণের মাঝে সংগঠনের সভাপতি এ কে শামসুদ্দিন খান এর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিজনকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ৪০ জন প্রবীণের মাঝে বিতরণ করা হয় শাড়ি-লুঙ্গি।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি
