মানবাধিকারের সার্বজনিন ঘোষণা বার্ষিকীতে শিল্পকলায় চলচ্চিত্র প্রদর্শনী

চট্টগ্রাম : আগামি ৭ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানবাধিকারের সর্বজনিন ঘোষণার ৭০ তম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড ফোরাম অন হিউম্যান রাইটস্ জেনেভা, স্টেপস টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট এবং চট্টগ্রাম সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম-সিএসডিএফ সম্মিলিতভাবে এ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেঁনে হোলেনস্টাইন ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস-এর সিনিয়র হিউম্যান রাইটস্ এডভাইজার হেইকে আলেফসন।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন-বিশিষ্ট মানবাধিকার নেত্রী সুলতানা কামাল ও স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি