চট্টগ্রামে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

Screenshot_17চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিক পাহাড় নামের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা লিজান বড়ুয়া ওরফে হিরু বড়ুয়া (১৯), পটিয়ার বাসিন্দা জুয়েল বিশ্বাস (২২) ও সন্দ্বীপের বাসিন্দা মোঃ শুক্কুর আলি ওরফে হৃদয় (২০)।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক পাহাড় এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করে পুলিশ। এসময় তিন যাত্রীর কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।’

‘চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে আসছিল গ্রেফতারকৃতরা। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই তিনজনের বিরুদ্ধে অন্য থানাগুলোতে মামলা আছে কিনা- তা খোঁজখবর নেওয়া হচ্ছে।’ -বলেন ওসি মোহাম্মদ মহসীন।

অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।