চট্টগ্রাম : আজ শুক্রবার (৫ অক্টোবর) রাউজান বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক একে জাফর খানের প্রথম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজ, মরহুম একে জাফর খান স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও স্মরণসভা।
শুক্রবার বিকেল ৪টায় স্মৃতি সংসদের উদ্যোগে কাগতিয়া এ কে সি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। ৬ অক্টোবর সকাল ১১ টায় বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে মরহুম একে জাফর খান স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
প্রয়াতের আত্মার মাগফেরাত কামনায় এসব কর্মসূচিতে শরীক হওয়ার জন্য কনিষ্ঠ সন্তান বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রীর সহকারি একান্ত সচিব (এপিএস) নিয়াজ মোরশেদ নিরু সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালে মরহুম একে জাফর খান চট্টগ্রাম রাউজান উপজেলার কাগতিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম সিরাজুল হক মাস্টার ছিলেন স্বনামধন্য শিক্ষক ও মুক্তিযুদ্ধের সংগঠক। চার সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বড় ভাইয়ের নাম মরহুম একে আহমেদ ছগির (সাবেক উপ পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর)।
প্রয়াত একে জাফর খান ২০০৮ সালে রাঙ্গামাটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর থেকে তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। ২০১৬ সালে বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হন।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি
