শোকের দিনে চবি ছাত্রলীগের কর্মসূচীতে ছাত্রছাত্রীদের ঢল

14010034_1136148093108918_1334222749_nচবি: দিনব্যাপী নানা কর্মসূচীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

দিবসের শুরুতেই সকাল ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনিমিত করে কালো পতাকা উত্তোলন করেন চবি ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন। এসময় নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন।

পতাকা উত্তোলনের পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শোক র‌্যালি শুরু হয়। শোক র‌্যালিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বঙ্গবন্ধুর চত্বরে গিয়ে শেষ হয় শোক র‌্যালিটি।

এছাড়া বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে চবি ছাত্রলীগ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নেতৃবৃন্দ শোক দিবস শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

বাদ যোহর চাকসু মসজিদে শহীদ পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নেতৃবৃন্দ যোহরের নামাজ আদায়ের পর ফাতেহা পাঠ, মিলাদ মাহফিলের মাধ্যমে শহীদ পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন।

মিলাদ মাহফিল শেষে বিভিন্ন হল ও ফ্যাকাল্টি ভিত্তিক আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী।