চট্টগ্রামে ককটেলসহ চার ‘ছিনতাইকারী’ গ্রেফতার

arrest Handcuffsচট্টগ্রাম: নগরীতে চারটি ককটেল, একটি চাপাতি ও একটি প্রাইভেটকারসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সিরাজ (৩০), মোঃ মানিক (৩২), মোঃ আল আমিন ওরফে আমিন (৩০), মোঃ সাইফুল ইসলাম ওরফে রাজু (২৬)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ হোটেলের সামনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তার ছিনতাই করার উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে অবস্থান করছিল। পরবর্তীতে আটককৃত প্রাইভেটকার (ঢাকা মেট্ট্রো ক-১৪-০১৯৯) তল্ল¬াশি করে চারটি ককটেল, একটি চাপাতি ও পাঁচটি মোবাইল সেট জব্দ করা হয়।

তিনি বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, তারা দীর্ঘদিন যাবত নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা হয়েছে।