চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে আনোয়ারার গোবাদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ ইলিয়াস (৩০) আনোয়ারার দুধকুমড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোবাদিয়া গ্রামের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে র্যাব অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ইলিয়াসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩০হাজার ইয়াবা, মাদক বিক্রির নগদ ১হাজার ১৫৭ টাকা, একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াছ জানিয়েছে যে, সে দীর্ঘদিন যাবত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা হয়েছে।
