আরো ১৩ স্কুল সরকারিকরণ

ঢাকা : আরো ১৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয়করণ করেছে সরকার।

মঙ্গলবার (৯ অক্টােবর) এ আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।

যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার।

বিদ্যালয়গুলো হল- রাঙ্গামাটির নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়, বরকল মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ির গুইমারা মডেল হাই স্কুল, বাগেরহাটের টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়, যশোরের কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, খুলনার কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়, জলমা চকরখালী মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটের রায়েন্দা পাইলট হাই স্কুল, মাদারীপুরের কালিকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুমিল্লার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজকে সরকারি করা হয়েছে।

মেয়াদের শেষ দিকে এসে আরওআওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার চলতি বছরে দেড় শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করল।
একুশে/এসএইচ