মেয়রের কাছে অতিরিক্ত সচিবের দেয়া পত্র প্রত্যাহারের দাবি

ctgচট্টগ্রাম: ৫ শতাংশ ঘুষ দাবি নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কর্তৃক পাঠানো পত্র ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করার দাবি উঠেছে। মঙ্গলবার নগর ভবন চত্ত¡রে ঠিকাদারদের মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ দাবি তুলেন।

এস এম শফিউল আজমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, ঠিকাদার মো. ফিরোজ, এস এম মোরশেদ আলম, এস এম আলমগীর, মহিউদ্দিন আহমদ চৌধুরী, আবু তালেব চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম উন্নয়নের দায়িত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই গ্রহণ করেছেন। জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম নগরের প্রতিনিধি নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়র চট্টগ্রামকে আধুনিক ও বিশ্বমানের নগরী এবং নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। তার উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে চট্টগ্রাম বিদ্বেষী একটি মহল শুরু থেকে ষড়যন্ত্র করে আস্ছে। তারই ধারাবাহিকতায় সরকারের কিছু আমলা ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে।

বক্তারা বলেন, আমলারা চট্টগ্রামের উন্নয়ন চায় না বলেই উন্নয়ন বরাদ্দ যথাযথভাবে চট্টগ্রাম পাচ্ছে না। চট্টগ্রাম বিদ্বেষী কতিপয় আমলাদের কারণে নতুন খাল খনন সহ অসংখ্য প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে। ফলে চট্টগ্রামবাসীর দূর্ভোগ চরম আকার ধারন করছে। এখতিয়ার বহির্ভুত পন্থায় জনৈক একজন সরকারের আমলা মেয়র এর নিকট তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে পত্র প্রেরন করেছে- যা চট্টগ্রামবাসীর প্রতি অবজ্ঞার শামিল। একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিকট আমলাদের পত্র দিয়ে ব্যাখ্যা চাওয়ার বৈধ কোন অধিকার নেই।

মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনৈক অতিরিক্ত সচিবের ¯^াক্ষরিত পত্র প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় চট্টগ্রামবাসী ষড়যন্ত্রকারী ও দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।