গ্রেনেড হামলার রায় : চট্টগ্রামে মাঠে নেই বিএনপি

চট্টগ্রাম : ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে চট্টগ্রামে মাঠে নেই বিএনপি। এমনকি কোনো মিছিল, মিটিং না করারও সিদ্ধান্ত নিয়েছে দলটি।

গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে হুঁশিয়ার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

১০ অক্টোবর নগর বিএনপির যে সমাবেশ করার কথা ছিল তার অনুমতি তো দেনইনি, উল্টো কোনো ধরনের মিটিং-সমাবেশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে নগর পুলিশের পক্ষ থেকে।

মঙ্গলবার রাতে আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ানসহ নগর বিএনপির চার নেতার বাসায় পুলিশ অভিযান চালায়। গ্রেফতার করা হয় সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ খানসহ ৯ নেতাকর্মীকে।

এ অবস্থায় আজ (বুধবার) নগরে সবধরনের কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতিমধ্যে গ্রেফতার-আতঙ্কে অধিকাংশ নেতা গা ঢাকা দিয়েছেন। বন্ধ করে দিয়েছেন মোবাইল ফোন। সভাপতি ডা. শাহাদাত অবস্থান করছেন ঢাকায়।

চট্টগ্রাম নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী একুশে পত্রিকাকে বলেন, কেন্দ্র থেকে আমাদের কোনো কর্মসূচি না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। দলের মহাসচিবের নির্দেশ, রায়ে কী আদেশ হয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আ.লীগের পাতানো ফাঁদে পা না দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য নির্দেশ আছে কেন্দ্রের। আমরা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছি। সে অনুযায়ীই আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। বলেন বিএনপির এ নেতা।

একুশে/এটি