চট্টগ্রাম নগর বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম : চট্টগ্রাম নগর বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে দলীয় কার্যালয়ের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে নগর বিএনপি।

গ্রেফতার নেতাদের মধ্যে চট্টগ্রাম নগর বিএনপির সহ সভাপতি মোঃ ইকবাল চৌধুরী, আকবর শাহ থানা বিএনপির গণশিক্ষা সম্পাদক রাশেদুল আহসান, নগর ছাত্রদল নেতা সাইফুল আলম (বন্দর), ছাত্রদল নেতা মো. পারভেজ, পিয়াল।

নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ আগস্ট মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমানসহ বিএন‌পি নেতৃবৃ‌ন্দের বিরু‌দ্ধে মিথ্যা, সাজানো রা‌য়ের প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষে বাড়ি যাওয়ার পথে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের পাশ থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।

পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি