বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকারে বিশ্বাসী : শাহাদাত

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম আমাদের সকলের একটাই পরিচয়, আমরা সকলেই বাংলাদেশি।

শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বাকলিয়া-কোতোয়ালী-চকবাজার থানা এলাকার সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগর এই কর্মসূচীর আয়োজন করে।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমঅধিকারে বিশ্বাসী। দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আপনাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন আমাদের। অতীতের ন্যায় আমরা আপনাদের পাশে যেভাবে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো।

তিনি আরো বলেন, দেশের কোনো মানুষ আজ শান্তিতে নেই। জুলুম, নির্যাতন নিপীড়ন, জেল-জুলুমের শিকার হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীরা। ন্যায়বিচার থেকে এদেশের সাধারণ মানুষ বঞ্চিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষে বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করছে।

এ সময় ডা. শাহাদাত সনাতনী সম্প্রদায়ের লোকদের শারদ শুভেচ্ছা জানান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজীব ধর তমালের সভাপতিত্বে এবং হিন্দু ছাত্র ফোরাম নেতা বিপ্লব চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেজাম উদ্দিন খান, বিএনপি নেতা তৌহিদুস সালাম নিশাদ, ডা. নিবির, সোহেল চৌধুরী, ফয়েজ তারেক, আবদুস সবুর মাসুম, হিন্দু ফোরাম নেতা রূপক মল্লিক, সঞ্জয় ধর, বাপ্পি দেয়, বিশ্বজিৎ চক্রবর্তী, জীবনমিত্র রাজ, রনি দাশ, নয়ন দাশ, সজীব দত্ত, নয়ন নাথ, রতন দাশ প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের বাকলিয়া-কোতোয়ালী-চকবাজার এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের ৫ শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি