চট্টগ্রাম : উন্নত এবং সমৃদ্ধশালী দেশ গড়তে আগামী নির্বাচনে নৌকার কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন।
তিনি শনিবার বিকালে স্থানীয় রেইনবো কমিউনিটি সেন্টারে ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আওতাধীন সি ইউনিট আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী হারুনুর রশীদ, যুগ্ম-আহবায়ক মোঃ আবু তাহের, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী শফিউল আলম, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, ইপিজেড থানা মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক শারমিন সুলতানা ফারুক, ৩৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নাছিমা সুলতানা প্রমূখ।
প্রধান অতিথি খোরশেদ আলম সুজন বিস্ময় প্রকাশ করে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট প্রকাশ্য দিবালোকে রাজধানীর ব্যস্ততম বঙ্গবন্ধু এভিনিউতে শতশত আর্জেস গ্রেনেড হামলা করা হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের এই হামলায় জড়িত থাকা অসম্ভব। সুতরাং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোনোভাবেই এ জঘন্য হত্যযজ্ঞের দায় এড়াতে পারেন না। তাই বেগম খালেদা জিয়াকেও এই হামলায় বিচারের আওতায় আনা প্রয়োজন। তাছাড়া এ হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ তারেক জিয়ার যাবজ্জীবন কারাদন্ডের পরিবর্তে ফাঁসির লক্ষ্যে আপীল করার জন্য সরকার পক্ষের কৌশলীর প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, গণতন্ত্রবিরোধী শক্তিরা একদিকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা বলছে অন্যদিকে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন। এটাই হচ্ছে এদের আসল চেহারা। মূলতঃ তারা নির্বাচনের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
তিনি নতুন সংগ্রহ সংগ্রহের সময় যাতে আওয়ামী লীগবিদ্বেষী মনোভাব সম্পন্ন ব্যক্তি, চিহ্নিত অপরাধী, মাদকসেবী আওয়ামী লীগের সদস্য হতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি
