চট্টগ্রাম: চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেফতার হওয়া জাহাঙ্গীর আলম নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামে। বর্তমানে আসামি পলাতক রয়েছে।
অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, গত ৭ আগস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হলে জামিনে থাকা আসামি জাহাঙ্গীর পালিয়ে যান। সাক্ষ-প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদন্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৫ মার্চ জাহাঙ্গীরের বাড়ি ঘেরাও করে ১৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদি হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২০০৬ সালের ২০ মার্চ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনকে রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থাপন করে।
