চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলোচিত জিল্লুর ভান্ডারী হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়ার দুই বছর পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি।
আগামীকাল সোমবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে উক্ত হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হওয়ার কথা রয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক (প্রসিকিউশন) বিজন বড়ুয়া।
এর আগে ২০১৫ সালে ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীরহাট থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ফকির জিল্লুর ভান্ডারীকে ধরে নিয়ে গিয়ে আর এ বি এম উচ্চ বিদ্যালয় মাঠে পায়ে গুলি ও নির্যাতন করে হত্যা করে। ফকির জিল্লু রহমান উপজেলার ইসলামপুর ইউনিয়নের খামারিপাড়া গ্রামের নুরুল আলম সওদাগর প্রকাশ লেদুর ছেলে।
হত্যাকাণ্ডের পর তার ভাই নুরুল আজিম বাদি হয়ে ১৩ জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ২০১৬ সালের ৯ অক্টোবর ১৩ জনকে আসামি করে আদালতে সিআইডি অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্র দাখিলের দুই বছরেও গঠন হয়নি অভিযোগ।
অভিযুক্ত আসামিরা হলেন- রাঙ্গুনিয়ার উপজেলার ইসলামপুর ইউনিয়নের খোকন, ইসমাইল, আবু, সাইফুল, কামাল, জসিম, আজিম, নাজিম, তোতাইয়া, সুমন, নাছির, রন্জু ও জাহাঙ্গীর।
বাদি পক্ষের আইনজীবী এডভোকেট আবদুস ছাত্তার বলেন, নজীরবিহীনভাবে একের পর এক সময়ের আবেদন করার কারণে দুই বছর ধরে জিল্লুর ভান্ডারী হত্যা মামলায় অভিযোগ গঠন হয়নি। সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন রয়েছে। আশা করছি, এবার অভিযোগ গঠন হবে।
