ফরমায়েশী রায়ের প্রতিবাদে নগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম : তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায়ের প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সোমবার (১৫ অক্টোবর) সকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ওয়াসা, লালখান বাজার ইস্পাহানী মোড় হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্তরে শেষ হয়।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।

সভাপতির বক্তব্যে রাশেদ খান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান কোনভাবে সংশ্লিষ্ট না থাকলেও বিএনপির আমলে দূর্নীতির দায়ে বহিস্কৃত আবদুল কাহার আকন্দকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে তারেক রহমানের নাম জড়ানো হয়েছে। বাংলাদেশের জনগণ এ রায় ঘৃণা ভরে প্রত্যাখান করেছে।

রাশেদ খান বলেন, তারেক রহমান এদেশে গণতন্ত্র রক্ষা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন।।
তারেক রহমানসহ জিয়া পরিবারের সম্মান ক্ষুন্ন করতেই সরকারের এই অপকৌশল।

তিনি বলেন, সরকার আদালতকে ব্যবহার করে তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করেছে। যেমনটি বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে। যে দেশের প্রধান বিচারপ্রতি এস কে সিনহা সুবিচার পায় না, সেখানে কোন
নাগরিকের সুবিচার পাওয়ার সুযোগ নেই। তারেক রহমানও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরো বলেন, মামলা হামলা করে কেউ বিএনপি ও তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে সরাতে পারবে না। আগামীতে বেগম জিয়া ও তারেক রহমান ছাড়া কোন নির্বাচন হলে তা দেশের জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবাদ সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি আছাদুজ্জামান দিদার সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এসসি