একুশে ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ও উস্কানিমূলক তথ্য দিলে তা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করে দিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। কোথাও কোনো উস্কানিমূলক অপতৎপরতা দেখলে র্যাবেকে জানানোর অনুরোধও করেন তিনি।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে দুর্গাপূজার প্রথম দিনে রাজধানীর বনানী মাঠে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে বেনজীর আহমেদ বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ও উস্কানিমূলক তথ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য র্যাব সতর্ক রয়েছে। কেউ কোনো ধরনের মিথ্যা গুজব, উস্কানিমূলক প্রপাগান্ডায় বিভ্রান্ত হবেন না।
বেনজীর আহমেদ বলেন, শুধু দুর্গোৎসব নয়, বাংলাদেশের প্রতিটি উৎসবে সকল সম্প্রদায়ের মানুষ অংশ নেয়, এতে এসব উৎসব মানুষের মহামিলনে পরিণত হয়।
তিনি বলেন, পূজার নিরাপত্তা বিবেচনায় সার্বিক দৃষ্টি রাখছে র্যাব। গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। কোনো ধরনের জঙ্গিবাদী হামলা কিংবা হামলার শঙ্কা যাতে তৈরি না হয়, সেজন্য আমরা দৃষ্টি রাখছি।
একুশে/ডেস্ক/এসসি
