চট্টগ্রামে ৬ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে ৬ হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার ভোররাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা এলাকা থেকে এসব আটক করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, গোপন সূত্রে আমরা জানতে পারি, যশোরের সীমান্ত এলাকা থেকে একটি ট্রাক ধান বহনের ছদ্মাবরনে ফেনসিডিল বোঝাই করে চট্টগ্রামে আসছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত সোয়া ৪টার দিকে সল্টগোলা ফ্লাইওভার এর নিচে চেকপোষ্ট বসায় র‌্যাব। এসময় সন্দেহজনক একটি ট্রাককে থামার নির্দেশ দেওয়া হলে ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে ড্রাইভার ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-৮৩৯৮) তল্ল¬াশী করে ৬ হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়।

তিনি বলেন, পরে ট্রাকটি জব্দ করা হয়। এসময় গাড়ীর ভিতরে থাকা কাগজপত্র অনুযায়ী জানা যায়, উক্ত ট্রাকের মালিক যশোরের শার্শা থানার কনড্রোপপুর গ্রামের মোঃ ইস্রাফিল হোসেন। গাড়ির ড্রাইভার হচ্ছেন শার্শা থানার সামলাগাছি এলাকার মোঃ শরিফুল ইসলাম। এছাড়া ড্রাইভারের মানিব্যাগে প্রাপ্ত তথ্য অনুযায়ী উক্ত ফেনসিডিলের মালিক কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের মোঃ যুবায়ের। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।