চট্টগ্রামে অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকান্ড

fire picচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত গভীর রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশ্বন্তর বড়–য়া বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে মুরাদপুরের একটি ভবনের তৃতীয় তলায় হাজী সাহেদুলের মালিকানাধীন অ্যালুমিনিয়াম কারখানা ও গুদামে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি গাড়ি গিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।