চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ধারাবাহিকভাবে ফলাফল খারাপ করে আসছে মানবিকের শিক্ষার্থীরা। তবে গত বছরের তুলনায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ভাল করেছে। মানবিকের শিক্ষার্থীরা বেশী খারাপ করার প্রভাব পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির সামগ্রিক ফলাফলে। তবে গত বছরের তুলনায় চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার পাসের হার ৬৪ দশমিক ৬০; গত বছর এ হার ছিল ৬৩ দশমিক ৪৯ শতাংশ। এ বছর মানবিক বিভাগে পাসের হার ৫১ দশমিক ৬২। ২০১৫ সালে মানবিকে পাশ করেছিল ৫২ দশমিক ৩৩ শতাংশ। ২০১৪ সালে মানবিকে পাশের হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। ধারাবাহিকভাবে খারাপ ফলাফল করে আসছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৬৬; গত বছর ছিল ৭৩ দশমিক ৮৭ শতাংশ। ব্যবসায় শিক্ষায় গত বছর পাশের হার ৬৮ দশমিক ৩৬ শতাংশ হলে এবার বেড়ে হয়েছে ৭০ দশমিক ৮৫।
এদিকে এবার তিন বিভাগ মিলে বোর্ডে জিপিএ-৬ পেয়েছেন ২ হাজার ২৫৩ জন। এর মধ্যে বিজ্ঞানে ১ হাজার ৬৭৪ জন, ব্যবসায় ৫২৪জন ও মানবিকে মাত্র ৫৫ জন। গত বছর তিন বিভাগ মিলে বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ১২৯ জন। এর মধ্যে মানবিকে জিপিএ-৫ পেয়েছিলেন ৭৬ জন। বিজ্ঞান বিভাগে পেয়েছিল ১ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী। ব্যবসায় ৪৬০ শিক্ষার্থী ও জিপিএ-৫ পায়। সে হিসেবে এ বছর বিজ্ঞানে জিপিএ-৫ বাড়লেও মানবিক ও ব্যবসায় কমে গেছে।
এইচএসসিতে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২২৫টি কলেজ থেকে ৮৭ হাজার ৫৪২ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৪৬ জন। মানবিকে পাশ করেছে ১৬ হাজার ৮৫৪ শিক্ষার্থী।
শিক্ষা বোর্ডের এবারের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে। তবে এবছর কক্সবাজারে কমেছে পাসের হার। এবছর কক্সবাজারে পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ, যা গতবার ছিল ৬৪ দশমিক ৮০ শতাংশ। এবছর রাঙামাটিতে পাসের হার ৪৭ দশমিক ১৪, বান্দরবানে ৬১ দশমিক ৬৪, খাগড়াছড়িতে ৫১ দশমিক ৭০ শতাংশ। এদিকে মহানগর ছাড়া চট্টগ্রামের ১৪টি উপজেলায় পাসের হার ৬০ দশমিক ২৩ ও চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৬ দশমিক ৯৬।
জিপিএ-৫ পাওয়া শীর্ষ ১০ কলেজের মধ্যে ৪৬৯ জন জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে চট্টগ্রাম কলেজ। হাজী মুহাম্মদ মহসিন কলেজের ৪৩৪, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২১৭, সরকারি কমার্স কলেজের ২০৫, সরকারি সিটি কলেজের ১৯৮, নৌবাহিনী কলেজের ৬৪, সরকারি মহিলা কলেজের ৬১, কক্সবাজার সরকারি কলেজের ৬০, হাজেরা তজু কলেজের ৫২ ও ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাঁচটি কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন। কলেজগুলো হলো- ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ (১২৫), ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ (১১৬), ইউরিয়া ফার্টিলাইজার কলেজ (৮০), ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৪৯) ও চট্টগ্রাম মহানগর কলেজ (১)।
মানবিক বিভাগে খারাপ ফল- প্রসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, যুক্তিবিদ্যা, আইসিটি ও অর্থনীতি বিষয়ে খারাপ করায় এই ফল হয়েছে। এছাড়া গ্রামে যোগ্য শিক্ষক সংকটের কারণে অনেক কলেজে সঠিকভাবে পাঠদান করা হয়নি। এ কারণে মানবিকের ফলের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে আশার কথা হচ্ছে- গত বছরের তুলনায় আইসিটি বিষয়ে এবার পাসের হার ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুই শিক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এক শিক্ষার্থীর পরীক্ষার খাতায় দুই ধরনের হাতের লেখা পাওয়া গেছে। আরেক শিক্ষার্থী, তার রসায়ন বিষয়ের পরীক্ষার খাতা বাসায় নিয়ে গেছে বলে আমরা প্রমাণ পেয়েছি। এই দুই শিক্ষার্থীকে ডেকে এনে এ বিষয়ে জানতে চাওয়া হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
