চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন নতুন ব্রীজ এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, মোটরসাইকেল নিয়ে ইয়াবা পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা পাওয়া গেছে।
