একুশে ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনকালীন সরকার হবে। এর আকার ও কাজের ধরণে পরিবর্তন আসবে বলেও জানান তিনি।
রোবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে সড়ক ব্যবস্থাপনা নিয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ১৫-২০ দিন পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন মন্ত্রিসভায় কে কে থাকবেন তা এখনো নিশ্চিত নয়। আমি যদিও থাকি নির্বাচন তফসিল ঘোষণার পর মেজর কোন পলিসির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব না। আমাদের কাজ সীমিত হয়ে যাবে। সিডিউল ঘোষণা মানেই ক্যাম্পেইন শুরু। মন্ত্রিসভায় কারা কারা থাকছেন সেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবনে।
ঐক্যফ্রন্ট নেতাদের নাটকের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সমাবেশের অনুমতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা অহেতুক নাটক করেছে। যারা ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি তাদের জোট ঐক্যফ্রন্ট নিয়ে আওয়ামী লীগ বিচলিত নয়। সমাবেশ করতে কারো বাধা নেই। তবে নিরাপত্তার বিষয়ে পুলিশ তদারকি অবশ্যই করবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
ঢাকা ট্রান্সপোর্ট কোর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ বক্তব্য রাখেন।
মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক প্রমুখ।
একুশে/ডেস্ক/এসসি
