পরিবেশবান্ধব নগর গড়তে বিদ্যুৎ প্ল্যান্টের উদ্যোগ : নাছির

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্থাপিত বিদ্যুৎ প্ল্যান্ট প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ পিডিবি ক্রয় করবে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিত করে পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের এ উদ্যোগ নেয় সিটি করপোরোশন।

রোববার (২১ অক্টোবর) সিটি করপোরেশনের কনফারেন্স হলে সিটি করপোরেশনের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিটি মেয়র বলেন, বিদ্যুৎ প্ল্যানটি স্থাপিত হলে ক্রমবর্ধমান বিদ্যুতের ঘাটতি দুর হবে। প্ল্যান্টের স্থান নির্ধারণ, টেন্ডার প্রক্রিয়াসহ আরো ২টি চুক্তি স্বাক্ষরের পর বিদ্যুৎ উৎপাদনে যেতে প্রায় ৩ বছর সময় লাগতে পারে; বলেন তিনি।

জানা গেছে, পিডিবি প্রকল্পটি বাস্তবায়ন করবে। চুক্তির শর্ত অনুযায়ী চসিক বিনামূল্যে জমি দেবে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠলে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলার পাশাপাশি পরিবেশ উন্নয়ন ও নগরবাসীর বিদ্যুতের চাহিদা পূরণ হবে।

সিটি করপোরেশন সুত্র জানায়, প্রতিদিন আড়াই হাজার মেট্রিক টন বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। বিনামূল্যে বিদ্যুৎ প্ল্যান্টে বর্জ্য পৌঁছে দেবে চসিক। পিডিবি বিল্ড অন অপারেট এন্ড ট্রান্সফার (বিওওটি) পদ্ধতিতে স্পন্সর ঠিক করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ, সচিব মো.আবুল হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, আইপিপির প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদুল আলম, প্রকৌশলী রেজাউল করিম, সহকারী প্রকৌশলী ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

একুশে/এসসি