
চট্টগ্রাম : চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের সকল সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। চট্টগ্রাম কলেজে ঘোষিত নতুন কমিটির দ্বন্দের নিরিখে এ নিষধাজ্ঞা জারি করে কেন্দ্র।
রোববার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া কমিটি নিয়ে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কেন্দ্র থেকে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সৃজন ভুইয়া ও আসিফ ইকবাল অনিক।
প্রসঙ্গত, গত মাস থেকেই চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটি নিয়ে মুখোমুখী অবস্থান করছিল ছাত্রলীগের দুইপক্ষ। এনিয়ে বিক্ষোভ মিছিল, অস্ত্রপ্রদর্শন ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনাও ঘটে।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এসসি
