‘গায়েবী বটিকা’ খেয়ে বেসামাল পুলিশ-দাবি বিএনপির

দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ছবি : আকমাল হোসেন।

রাকীব হামিদ : ক্ষমতার নেশায় সরকারের মত্ততার পাশাপাশি ‘গায়েবী বটিকা’ খেয়ে পুলিশও বেসামাল বলে আখ্যা দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গত একমাসে বিএনপি নেতাকর্মীদের নামে প্রায় দুই শতাধিক গায়েবী মামলা দায়ের করেছে পুলিশ। বিএনপির দাবি, বজ্রপাতের শব্দকে বোমা বিষ্ফোরণের শব্দ উল্লেখ করে বায়েজিদ থানায় পুলিশ এসব মিথ্যা মামলা দায়ের করে। গতমাসে এমন মামলার সংখ্যা দুই শতাধিক।

সোমবার (২২ অক্টোবর) বেলা ১২টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

সরকারের নির্দেশে ভৌতিক বা গায়েবী মামলা দায়ের করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে চট্টগ্রাম সহ সারা দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে৷ শুধু তাই নয় দুই বছর আগে মৃত ব্যক্তিকেও মামলার আসামী করা হচ্ছে। অন্যদিকে, সরকার মন্ত্রী এমপিদের দুর্নীতি খবর প্রকাশ রুখতে গণমাধ্যম নিয়ন্ত্রণে নানা কালো আইন প্রণয়ন করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার গণমাধ্যমের টুটি চেপে ধরেছে। এ আইন বাতিলের দাবিও জানাচ্ছি৷

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, কাজী বেলাল উদ্দীন, আনোয়ার হোসেন লিপু, আবদুল মন্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, মো. সালাউদ্দীন আলী, শফিকুল ইসলাম তুহিন প্রমুখ।

একুশ/আরএইচ/এসসি