মানহানি মামলায় ব্যারিস্টার মইনুল গ্রেফতার

ফাইল ছবি


ঢাকা : মানহানির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যার পর উত্তরার জসিমউদ্দিন রোডে আ স ম আবদুর রবের বাসায় যান ব্যারিস্টার মঈনুল হোসেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মাহবুব আলম জানান, রংপুরের একটি মানহানি মামলায় উত্তরায় আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুলকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন।

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

তাঁর এই মন্তব্যের প্রতিবাদে নারী সাংবাদিকরা বিবৃতি দেন। তারা প্রকাশ্যে ব্যারিস্টার মঈনুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পরে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা তার বিরুদ্ধে বিবৃতি দেন, বিবৃতি দেন বিশিষ্ট নাগরিকরাও। টেলিফোন করে ব্যারিস্টার মঈনুল সাংবাদিক মাসুদা ভাট্টির কাছে ক্ষমা চাইলেও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি উঠে নানা মহল থেকে।

এর মধ্যে সোমবার (২২ অক্টোবর) বিকেলে রংপুরের মানবাধিকারকর্মী মিলি মায়া সেখানকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে মানহানির আরেকটি মামলা দায়ের করে। পরে সন্ধ্যার দিকে বিচারক মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।