বিএনপি নেতা শামীম-বক্করের একদিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম আদালতে বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম ও আবুল হাসেম বক্কর ছবি : একুশে পত্রিকা

চট্টগ্রাম : পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন।

গতকাল সোমবার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা শেষে জিইসি মোড়ে হোটেল মেরিডিয়ানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আদালত সুত্র জানায়, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন সহ বিএনপির ১৫০ নেতাকর্মীকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করে পুলিশ। এতে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিনসহ পুলিশ সদস্যদের ওপর হামলা, কটূক্তি, সরকারি কাজে বাধাদান ও পোশাক ধরে টানাটানির অভিযোগ আনা হয়। এ অভিযোগের ভিত্তিতে গতকাল শামীম ও বক্করকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় আটক দু’জনের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত ভবনে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার মাহবুবুর রহমান শামীম ও আবুল হাশেম বক্করের সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিল পুলিশ। আদালত দু’জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ২১ অক্টোবর (রোববার) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আদালতে জামিন নিতে যান। পুলিশের অভিযোগ, রায়ের পর আমীর খসরুকে প্রিজন ভ্যানে তোলার সময় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হেসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। তখন বিএনপির নেতাকর্মীদের হামলায় কোতোয়ালি থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন।

একুশে/এসসি