
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে (স্নাতক) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তিচ্ছুদের সুবিধার জন্য শাটল ও ডেমু ট্রেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন সূচি অনুযায়ী চট্টগ্রাম নগরীর (বটতলী রেলস্টেশন) হতে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শাটল ট্রেন ছাড়বে সকাল-৬টা, সাড়ে ৬টা, সোয়া ৮টা, ৮টা ৪৫, ১১টা ৪০, দুপুর ১২টা, বিকাল ৩টা, ৪টা ও রাত সাড়ে ৮টা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন হতে শহরের উদ্দেশে শাটল ট্রেন ছাড়বে সকাল ৭টা ৫, ৭টা ৩৫, ৯টা ২০, ১০টা, দুপুর ১টা, ১টা ৩০, বিকাল ৫টা, সাড়ে ৫টা, রাত সাড়ে ৯টায়।
অন্যদিকে ডেমু ট্রেন চট্টগ্রাম নগরী (বটতলী রেলস্টেশন) হতে ছাড়বে সকাল সোয়া ৯টা ও দুপুর ১টা ৫০ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন হতে সকাল সাড়ে ১০টা ও বিকাল ৩টায় শহরের উদ্দেশে ছাড়বে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, ভর্তি পরিক্ষার্থীদের সুবিধার জন্য শাটল ও ডেমু ট্রেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে ভর্তি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের যাতায়াতে কোনো সমস্যা হবে না।
একুশে/আইএস/এটি
