
ছবি : আকমাল হোসেন
রাকীব হামিদ,জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে : টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজের দ্বিতীয় এই ম্যাচে রাতের শিশিরে বাড়তি সুবিধা পেতেই এই সিদ্ধান্ত।
ইতোমধ্যে মিরপুরে প্রথম ম্যাচে জিতে সিরিজে লিড নিয়েছে টিম টাইগার।
মঙ্গলবার অনুশীলনের সময় টস সিদ্ধান্তের উপরই অনেক কিছু নির্ভর করবে তার আগাম বার্তা দিয়েছিলেন দলীয় অধিনায়ক। আজ টসে জেতার পর সিদ্ধান্ত আর নড়চড় করেননি মাশরাফি। এশিয়া কাপ থেকেই টসভাগ্যে এগিয়ে বাংলাদেশ।
আর টাইগারদের জন্যে ‘লাকীগ্রাউন্ড’ হিসেবে পরিচিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এটি বাড়তি পাওনা। কারণ, সন্ধ্যায় দ্বিতীয় সেশনেই শিশিরের আধিপত্য শুরু হবে। আর এতে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা দলগুলো একটু বেশিই সমস্যায় পড়ে।
কেননা বলে গ্রিপ করতে কিছুটা বাড়তি কষ্ট করতে হয় তাঁদের। আর তাই শিশিরকে কাজে লাগানোর সবচেয়ে ভাল উপায় টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়া। এতে ম্যাচে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ দল।
একুশে/আরএইচ/এটি
