৭৫ রানে টেইলরকে থামালেন মাহমুদুল্লাহ


রাকীব হামিদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকেঃ দলীয় উইকেট হারানর পর মাঠে নামেন ব্রেন্ডন টেইলর। প্রথমে ওপেনার জোহাইয়ো এবং পরে উইলিয়ামস কে সঙ্গী করে টেনে নিচ্ছিলেন দলের ইনিংস। দলের শতকের পর নিজেও করলেন অর্ধ শতক। বড় সংগ্রহের দিকে পা বাড়ানোর আগেই ৭৫ রানেই জিম্বাবুয়ে দলের এই তারকা ব্যাটসমানকে থামান বাংলাদেশী স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। এলবিডব্লিউতে কুপোকাত করেন টেইলরকে।

তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি সফরকারী জিম্বাবুয়ে টসে হেরে ব্যাটিংয়ে নামে।২৯ ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৪৭ রানে উইকেট হারিয়ে মাঠ ছাড়তে হয় টেইলরকে।

এর আগে নেমে দলের সংগ্রহ যখন চার ওভারে ১৮ রানে প্রথম উইকেট হারান ক্যাপ্টেন হ্যামিলটন মাসাকাদজা।বাংলাদেশ দলের পেসার সাইফের জাদুকরী দ্রুত গতি বলে ঘায়েল হতে হয় তাকে।উইকেটের পেছনে থাকা মুশফিকের কাছে ক্যাচ আউট হন।

এরপর মাঠে নামেন ব্রান্ডেন টেইলর।বাঁহাতি ওপেনার জোহাইয়োর সাথে দলের রানের চাকা ৭০ এ টেনে নিয়ে যান। দলের যখন এই অবস্থা ১২ ওভারের সময় তখন জিম্বাবুয়ে শিবিরে আরেকটি উইকেটের পতন । এবার মাঠ ছাড়তে হয় শুরুতে নামা জোহাইয়কে।বাংলাদেশ দলের স্পিনার মিরাজের বল উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে থাকা ফজলে রাব্বীর তালুবন্দী হন তিনি।

বর্তমানে জিম্বাবুয়ে দলের দলীয় সংগ্রহ ৩২ ওভার শেষে ১৫৮ রান।মাঠে আছেন উইলিয়ামস ও সিকান্দার রাজা।

দুই দলের একাদশঃ
বাংলাদেশ একাদশ- লিটন কুমার দাস,ইমরুল কায়েস,ফজলে মাহমুদ,মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),মোহাম্মদ মিথুন,মাহমুদুল্লাহ রিয়াদ,মেহেদি হাসান মিরাজ,মোহাম্মদ সাইফুদ্দিন,মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),নাজমুল ইসলাম অপু,মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ-হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক),চিপাস জোহাইয়ো,ক্রেইগ আরভিন,ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক),শন উইলিয়ামস,পিটার মুর,সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস,টেন্ডাই চাতারা।

একুশে পত্রিকা/আরএইচ
ছবি-আকমাল হোসাইন