রাকীব হামিদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে : সিরিজ নির্ধারণী ম্যাচে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ দল সেঞ্চুরী করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ তম ওভারের দুই বল বাকী থাকতেই এই শত রান ছুঁয়ে ফেলে বাংলাদেশ। আর এই দলীয় শতকের পেছনে বড় অবদান দুই ওপেনার ইমরুল ও লিটনের।
১১ টি চার ও একটি ছয়ে এক অনবদ্য ইনিংস খেলে তারা দুজন। এর মধ্যে ৮ টি চার ও ১ টি ছয় হাঁকিয়ে ব্যাক্তিগত ফিফটিও করে লিটন দাস। এশিয়া কাপের সেঞ্চুরির পর জিম্বাবুয়ে সিরিজে ফিফটি করলেন তিনি। ৪৬ বলে তার সংগ্রহ ৫২।
এর আগে বুধবার দুপুরে টসে হেরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ব্যাটিং বিপর্যয়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ২৪৭ রানের টার্গেট দেয় তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে কোন উইকেট না হারিয়ে বর্তমানে বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ১১৫ রান। জয়ের জন্যে প্রয়োজন ১৩২ রান।
একুশে পত্রিকা/আর এইচ
ছবি-আকমাল হোসাইন
