ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচ সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ অলরাউন্ডার আরিফুল হক ও পেসার খালেদ আহমদ। এই দুই নতুন মুখের সাথে ঘোষণা করা হয়েছে আসন্ন টেস্ট স্কোয়াডও।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দলের অনুশীলন শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান জতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
জিম্বাবুয়ের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্য দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হবে স্টেডিয়ামটির।
ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে অধিনায়ক হিসেবে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘ দিন পর দলে ফিরেছেন পেস বোলার শফিউল ইসলাম।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, খালেদ আহমদ ও নাজমুল ইসলাম অপু।
একুশে/আরএইচ/এটি
