
চট্টগ্রাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে হেফাজতে নিয়ে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন তিনি।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামে একজনের সঙ্গে আমীর খসরুর কথিত ফোনালাপ ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর গত ৪ অগাস্ট কোতোয়ালি থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩/৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
আদালত সুত্র জানিয়েছ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আমীর খসরুর বিরুদ্ধে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে ‘রাষ্ট্রের বিরুদ্ধে অর্ন্তঘাতমূলক’ কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ‘উসকানি’ দেওয়ার অভিযোগ আনা হয়। এরপর ওই মামলায় আমীর খসরুকে ছয় সপ্তাহের জামিন দেয় হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষে গত ৭ অগাস্ট চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন আমীর খসরু।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে দুই দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানায় আমীর খসরুর আইজীবী মফিজুল হক ভুইয়া।
অাইনজীবী মফিজ বলেন, পুলিশের পক্ষ থেকে আমীর খসরুর কণ্ঠস্বর পরীক্ষারও আবেদন করা হয়েছিল। সে অনুযায়ী বিচারকের কক্ষে তাকে কাগজ দিয়ে পড়তে বলা হলে আমীর খসরু তা পড়তে অস্বীকৃতি জানান।
রিমান্ডের যুক্তি নেই উল্লেখ করে আইনজীবী মফিজ বলেন,
এখন পর্যন্ত ওই টেলিফোন রেকর্ডের কণ্ঠস্বর নিশ্চিত হওয়া যায়নি। সে কারণে রিমান্ডের যুক্তি নেই।
গত ২১ অক্টোবর এ মামলায় জামিন নাকচ করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীক কারাগারে পাঠিয়েছিল আদালত।
একুশে/এসসি
