চট্টগ্রাম : নগরের বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকা থেকে ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. আজিজুল হককে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায়িছে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।
পূর্ব বাকলিয়া এলাকার মো. জানে আলমের ছেলে মো. আজিজুল হক। তিনি গত সিটি করপোরেশন নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন।
পুলিশের দাবি, ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে বাকলিয়া এলাকায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন নাশকতায় আজিজুলের ইন্ধন ছিল। এছাড়া ছোট ভাই আজিজুর রহমান ২০০০ সালে চট্টগ্রামে চাঞ্চল্যকর আট ছাত্রলীগ নেতাকর্মী হত্যা মামলার অন্যতম আসামি। আজিজ বর্তমানে বিদেশে আছেন।
একুশে/এসসি
